★*মুক্তি*★

লিখেছেন লিখেছেন মামুন ০১ মার্চ, ২০১৬, ০৯:৫৯:৩৯ রাত

' আমি ওকে ব্লক করে দিয়েছি। '

একদিন জারুল তলায় রিতা সম্পর্কে রুনাকে বলতেই রুনার ভ্রুর একটা একটু উর্ধগমন করতে চায়।

- কেন কি হলো আবার?

মনের অনুভব মনেই রেখে রুনার 'আবার' শব্দটার 'পর জোর দেয়ায় একটু কি ব্যথিত হয় শিহাব? রুনা আবার দিয়ে কি বুঝাতে চাইলো? এটা কোনো ব্যাপারই না- এমন কিছু? নাকি আগেও করেছ, এখন করছ, মিলেও যাবে আবার- এমনটি বলতে চাইছিল?

বাতাসে এলোমেলো গন্ধ। সেখানে বিচ্ছেদের ঘ্রাণ কি রুনা একটুও পায় না। কিছুক্ষণ আগের শেষ হয়ে যাওয়া যতি চিহ্নটি কেন প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায় কখনো কখনো? কারো কারো কাছে..? কারো জীবনের গল্প কিভাবে বিস্ময়বোধক চিহ্নে রুপ নিয়ে অবিশ্বাস্য কর্মকান্ড ঘটায়!

এক বিষণ্ণ বিকেলে দু'জন নর-নারী তৃতীয় এক নারীকে কেন্দ্র করে অনেকগুলো চিহ্নের আবর্তে ঘুরপাক খেতে থাকে.. বড্ড তীব্রভাবে। সম্পর্কের ভেতর-বাহিরে সুখ নামক বস্তুকে উভয় পিঠে তন্নতন্ন করে খুঁজে দেখে নিরাশায় ফিরে এসেছে দু'জন। তাদের নিজ নিজ কাছের মানুষের কাছ থেকে ভালোবাসার ' বাই- রিটার্ণ' ঘৃণাই জমেছে তাদের হৃদয়ে। সেই থেকে মৃত হৃদয়ে ইমোর দোকান খুলে বসেছে দু'জন! ইমোটিকনের আড়ালে ইমোশন লুকোবার এক অদ্ভুত খেলায় মেতেছে তারা.. অন্যদের দৃষ্টিকে বিভ্রান্ত করতে সক্ষম হলেও, তারা যার যার কষ্টনদীর উৎসমুখে বাঁধ দিতে পেরেছে কি?

দু'জন নর- নারীর হৃদয় গভীরে প্রবাহিত হতে হতে একসময় কষ্টনদীটা দু:খসাগরে আত্মবিসর্জন দিয়ে জীবন হয়ে উঠতে চায়!

কেউ কি জানে জীবনের পথ কতটা বন্ধুর.. কতদূর পাড়ি দিতে হয় নদীটিকে?

হায়! কেউ জানে না।

' দ্বীপের মতো একা তুমি আমি

অনন্ত সব পৃথক দ্বীপের একক মরুভূমি'*

# মামুনের অণুগল্প

* জীবনানন্দ দাসের কবিতার লাইন।

বিষয়: সাহিত্য

৯৬৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360994
০১ মার্চ ২০১৬ রাত ১০:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : কষ্টনদীর উৎসমুখে বাঁধ দেয়া যায় নারে পাগলা, বৃথা চেষ্টা করে কি লাভ!

আপনার শিরোনাম দেখে ভাবলাম, ব্লগে ফিরে আসতে পেরেছেন তাই মুক্তির আনন্দে এমন শিরোনাম!!! কিন্তু পড়ে দেখি রোমান্স বাবুর রোমান্টিকতা!
০৭ মে ২০১৬ রাত ১২:৩৩
305600
মামুন লিখেছেন : ধন্যবাদ সালাহউদ্দিন ভাই।
দুটোই এ ক্ষেত্রে প্রযোজ্য।
এবার নিশ্চয়ই একের কমেন্টস্র উত্তর অপরের কাছে যাচ্ছে না?
০৭ মে ২০১৬ সকাল ১১:২৭
305620
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাই তো দেখছি। গুড
360997
০১ মার্চ ২০১৬ রাত ১০:৪২
আবু জান্নাত লিখেছেন : মামুন ভাই বহুদিন পর উপস্থিত, তাও আবার প্রিয় উপন্যাস নিয়ে। Rose Rose Rose Rose
০২ মার্চ ২০১৬ সকাল ১০:৫৫
299210
গাজী সালাউদ্দিন লিখেছেন : মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই আবু জান্নাত। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন।@ আবু জান্নাত।
361001
০১ মার্চ ২০১৬ রাত ১০:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মামুন ভাই অনেক দিন পর ব্লগে এলেন! কেমন আছেন? আগের মত উপস্থিতি কি ফিরে পাবন?
০১ মার্চ ২০১৬ রাত ১১:০০
299182
মামুন লিখেছেন : আমি মোবাইল ইউজ করছি। হ্যা, নিয়মিত পোষ্ট ইনশা আল্লাহ এখন দিতে পারবো। সবাইকে আল্লাহপাক ভালো রাখুন।
০১ মার্চ ২০১৬ রাত ১১:০৩
299183
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি।।। একটিভ ব্লগার হয়ে উঠবেন এটাই প্রত্যাশা।
361018
০২ মার্চ ২০১৬ রাত ০১:২৬
সন্ধাতারা লিখেছেন : Chalam. After long time it's nice to see ur presence. Jajakallah.
০২ মার্চ ২০১৬ সকাল ১০:৫১
299209
গাজী সালাউদ্দিন লিখেছেন : মামুন লিখেছেন : আপনার মন্তব্যের উত্তর সালাহউদ্দিন ভাইয়ের মন্তব্যে চলে গেলো সন্ধ্যাতারা আপু।
361031
০২ মার্চ ২০১৬ রাত ০৩:৫০
বাকপ্রবাস লিখেছেন : ফটো পোষ্ট হয়নি, ডেবিড হয়ে গেছে, গল্পও দেখি কবিতার মতো বার বার পড়ে বুঝতে হবে, মাথা কাজ করছেনা
০২ মার্চ ২০১৬ সকাল ১০:৫৯
299212
গাজী সালাউদ্দিন লিখেছেন : মামুন লিখেছেন : এডিট করে দিয়েছি গুরু@ বাকপ্রবাস।
০২ মার্চ ২০১৬ সকাল ১১:৩৪
299213
বাকপ্রবাস লিখেছেন : হায় হায় কি আবার এডিট করলেন!!! অনেক রাতে পড়ছিলাম, চোখে ঘুম ছিলো তায় মন্তব্যটা ঘুম মার্কা হয়েছিল। আর একটা কথা, প্রত্যেক কমেন্ট এর নিচে রিপ্লাই দেবার জন্য অপশন আছে, সেখানে ক্লিক করে রিপ্লাই না দিলে যাকে রিপ্লাইটা দিলেন সে পাবেনা, একটু দেখুন, দুইটা অবশান একটাতে লিখা রিপোর্ট করুন, অন্যটা জবাবা দিন, সুতরাং সেই জবাবটাই দেতে হবেTongue
০৭ মে ২০১৬ রাত ০৮:৪৩
305701
মামুন লিখেছেন : গুর এখন থেকে প্রিয় ব্লগেই লেখতে চাইছি। ফেবু বিষম যন্ত্রণা মনে হয় আমার কাছে।
০৭ মে ২০১৬ রাত ০৯:১০
305708
বাকপ্রবাস লিখেছেন : আমি যেটা করি সেটা হলো, লিখেই পোষ্ট, ফেবুতে নিজের টাইমলাইনে, টুডে ব্লগে এবং সামুতে। লিখা এভাবেই জমা রাখি। যখন লাগে এখান থেকেই সংগ্রহ করি। কমেন্ট কম পড়লেও চলে, কারন সময় পাইনা কমেন্ট এর জুৎসই জবার দেবার। জীবনটা অপিষেই কাটিয়ে দিলাম, সকালে আসি রাতে যাই, গিয়ে রান্নাও করি, দেশ ফোনও করি। তাই কবিতা বা ছড়ারা হয়ে ওঠে প্রেমিকা
361045
০২ মার্চ ২০১৬ সকাল ০৯:৪৮
মামুন লিখেছেন : আপনার মন্তব্যের উত্তর সালাহউদ্দিন ভাইয়ের মন্তব্যে চলে গেলো সন্ধ্যাতারা আপু।
361047
০২ মার্চ ২০১৬ সকাল ০৯:৪৯
মামুন লিখেছেন : এডিট করে দিয়েছি গুরু@ বাকপ্রবাস।
361048
০২ মার্চ ২০১৬ সকাল ০৯:৫২
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই আবু জান্নাত। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন।@ আবু জান্নাত।
361049
০২ মার্চ ২০১৬ সকাল ০৯:৫৯
মামুন লিখেছেন : ধন্যবাদ। ইনশা আল্লাহ, আশা রাখছি @ নুর আয়শা আব্দুর রহিম।
১০
361050
০২ মার্চ ২০১৬ সকাল ১০:০৩
মামুন লিখেছেন : আমাকে নতুন ভাবে ব্লগে ঢুকতে সহায়তা করায় গাজী সালাহউদ্দিন ভাইকে অনেক ভালোবাসা জানাই। অনেক ভালো থাকুন ভাই আপনি @ গাজী সালাহউদ্দিন
০২ মার্চ ২০১৬ সকাল ১০:৫৭
299211
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ্ আপনাকেও ভালো রাখুন
১১
361075
০২ মার্চ ২০১৬ দুপুর ০১:০৯
মোস্তফা সোহলে লিখেছেন : ভাইয়া কেমন আছেন?
ফেসবুকে আপনার সব লেখায় চোঁখে পড়ে।
সময়ের অভাবে সব গুলো পড়া হয় না।
আপনার প্রথম বইটা সংগ্রহ করতে পারিনি।
ঢাকার এক ভাইয়াকে বলেছিলাম।শেষ পর্যন্ত উনি মেলায় যাননি।
আমার ফেসবুক ইনক্সে একটু বলবেন আপনার বইটা এখন কি ভাবে সংগ্রহ করতে পারি। ধন্যবাদ
০৭ মে ২০১৬ রাত ০৮:৪৬
305703
মামুন লিখেছেন : আমার বইয়ের সব কপি শেষ। নতুন করে একশত কপি ছাপাতে বলেছি। আগামী শুক্রবার হাতে পাবো আশা করছি। আমি জানাবো তোমাকে ইনবক্সে।
১২
369217
১৬ মে ২০১৬ সকাল ১০:৪৩
মোস্তফা সোহলে লিখেছেন : ওকে ভাইয়া অপেক্ষায় রইলাম
১৭ মে ২০১৬ রাত ০৮:২৬
306617
মামুন লিখেছেন : হ্যা, এখন আমার হাতে রয়েছে বইগুলি। তুমি আমার ০১৯২২৬৮০৮০৯ নাম্বারে ২০০ টাকা বিকাশ করে তোমার মেইলিং এড্রেসটি এসএসএস করো এই নাম্বারে। আমি বই কুরিয়ার করে দেবো।
১৭ মে ২০১৬ রাত ০৮:২৬
306618
মামুন লিখেছেন : হ্যা, এখন আমার হাতে রয়েছে বইগুলি। তুমি আমার ০১৯২২৬৮০৮০৯ নাম্বারে ২০০ টাকা বিকাশ করে তোমার মেইলিং এড্রেসটি এসএমএস করো এই নাম্বারে। আমি বই কুরিয়ার করে দেবো।
২৫ জুন ২০১৬ বিকাল ০৪:১১
309748
মোস্তফা সোহলে লিখেছেন : অনেক দিন এই ব্লগে আসি না । ঈদের পরে টাকা পাঠাব আপনি বইটা আমার ঠিকানায় কুরিয়ার করবেন।ধন্যবাদ ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File