★*মুক্তি*★
লিখেছেন লিখেছেন মামুন ০১ মার্চ, ২০১৬, ০৯:৫৯:৩৯ রাত
' আমি ওকে ব্লক করে দিয়েছি। '
একদিন জারুল তলায় রিতা সম্পর্কে রুনাকে বলতেই রুনার ভ্রুর একটা একটু উর্ধগমন করতে চায়।
- কেন কি হলো আবার?
মনের অনুভব মনেই রেখে রুনার 'আবার' শব্দটার 'পর জোর দেয়ায় একটু কি ব্যথিত হয় শিহাব? রুনা আবার দিয়ে কি বুঝাতে চাইলো? এটা কোনো ব্যাপারই না- এমন কিছু? নাকি আগেও করেছ, এখন করছ, মিলেও যাবে আবার- এমনটি বলতে চাইছিল?
বাতাসে এলোমেলো গন্ধ। সেখানে বিচ্ছেদের ঘ্রাণ কি রুনা একটুও পায় না। কিছুক্ষণ আগের শেষ হয়ে যাওয়া যতি চিহ্নটি কেন প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায় কখনো কখনো? কারো কারো কাছে..? কারো জীবনের গল্প কিভাবে বিস্ময়বোধক চিহ্নে রুপ নিয়ে অবিশ্বাস্য কর্মকান্ড ঘটায়!
এক বিষণ্ণ বিকেলে দু'জন নর-নারী তৃতীয় এক নারীকে কেন্দ্র করে অনেকগুলো চিহ্নের আবর্তে ঘুরপাক খেতে থাকে.. বড্ড তীব্রভাবে। সম্পর্কের ভেতর-বাহিরে সুখ নামক বস্তুকে উভয় পিঠে তন্নতন্ন করে খুঁজে দেখে নিরাশায় ফিরে এসেছে দু'জন। তাদের নিজ নিজ কাছের মানুষের কাছ থেকে ভালোবাসার ' বাই- রিটার্ণ' ঘৃণাই জমেছে তাদের হৃদয়ে। সেই থেকে মৃত হৃদয়ে ইমোর দোকান খুলে বসেছে দু'জন! ইমোটিকনের আড়ালে ইমোশন লুকোবার এক অদ্ভুত খেলায় মেতেছে তারা.. অন্যদের দৃষ্টিকে বিভ্রান্ত করতে সক্ষম হলেও, তারা যার যার কষ্টনদীর উৎসমুখে বাঁধ দিতে পেরেছে কি?
দু'জন নর- নারীর হৃদয় গভীরে প্রবাহিত হতে হতে একসময় কষ্টনদীটা দু:খসাগরে আত্মবিসর্জন দিয়ে জীবন হয়ে উঠতে চায়!
কেউ কি জানে জীবনের পথ কতটা বন্ধুর.. কতদূর পাড়ি দিতে হয় নদীটিকে?
হায়! কেউ জানে না।
' দ্বীপের মতো একা তুমি আমি
অনন্ত সব পৃথক দ্বীপের একক মরুভূমি'*
# মামুনের অণুগল্প
* জীবনানন্দ দাসের কবিতার লাইন।
বিষয়: সাহিত্য
৯৬৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার শিরোনাম দেখে ভাবলাম, ব্লগে ফিরে আসতে পেরেছেন তাই মুক্তির আনন্দে এমন শিরোনাম!!! কিন্তু পড়ে দেখি রোমান্স বাবুর রোমান্টিকতা!
দুটোই এ ক্ষেত্রে প্রযোজ্য।
এবার নিশ্চয়ই একের কমেন্টস্র উত্তর অপরের কাছে যাচ্ছে না?
ফেসবুকে আপনার সব লেখায় চোঁখে পড়ে।
সময়ের অভাবে সব গুলো পড়া হয় না।
আপনার প্রথম বইটা সংগ্রহ করতে পারিনি।
ঢাকার এক ভাইয়াকে বলেছিলাম।শেষ পর্যন্ত উনি মেলায় যাননি।
আমার ফেসবুক ইনক্সে একটু বলবেন আপনার বইটা এখন কি ভাবে সংগ্রহ করতে পারি। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন